👨💼 মুহাম্মদ কিফায়তুল্লাহ/টেকনাফ :
টেকনাফে এফ.এফ.জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টে জালিয়া পাড়া ক্রিকেট একাদশকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘জায়িন ক্রিকেট একাদশ’।
রোববার (৪জুন) বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জায়িন ক্রিকেট একাদশ ও জালিয়া পাড়া ক্রিকেট একাদশ এর মধ্যে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাশেদ আরমান, আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কাশেম রেজা, সর্বোচ্চ রান স্কোরার ও মোস্ট সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন নোমান খান, ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আরফাত মাহমুদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মোঃ ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন