টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, জুলাই ২৯, ২০২৩

টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের আবদুল গনির ছেলে উছমান গনি ইয়াবাসহ আটক!(বিজিবি)

 


👨‍💼 মুহাম্মদ কিফায়তুল্লাহ:টেকনাফ প্রতিনিধি 


কক্সবাজারের টেকনাফে শীলখালি চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল ফোন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


এ সময় চালককেও আটক করা হয়। আটককৃত চালক হচ্ছেন টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার আবদুল গনির ছেলে মোঃ উছমান গনি (২০)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।


 পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশিকালীন প্রাইভেটকারের চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে প্রাইভেটকারের পিছনের সিট কুশনের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


এছাড়া আটককৃত চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত প্রাইভেটকারটিও আটক করা হয়। 


উল্লেখ্য, উক্ত  চালককে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ সড়কপথ ব্যবহার করে টেকনাফ থেকে  কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ