টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

টেকনাফে কোস্টগার্ডদের অভিযানে বিয়ার ও চোরাই সুপারী ও পান মসলা উদ্ধার

 


👨‍💼মুহাম্মদ কিফায়তুল্লাহ:টেকনাফ প্রতিনিধি


কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা ফরেস্ট রেস্ট হাউস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিয়ার, চোরাই সুপারী ও পান মসলা উদ্ধার করেছে।


সুত্র জানায়, ১৩ জুলাই ভোররাত সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া ফরেস্ট রেস্ট হাউসের সামনে প্যারাবনে অভিযান চালিয়ে ৫টি বস্তা হতে ৫২২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৫ বস্তা শুল্কবিহীন অবৈধ সুপারি এবং ১টি বস্তায় শুল্কবিহীন অবৈধ ৯৫বোতল পান মসলা জব্দ করতে সক্ষম হয়।


কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা (লেঃ বিএন) এস এম তাহসিন রহমান জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এবং সুপারি ও পান মসলা টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ