![]() |
নিজস্ব প্রতিনিধি:কক্সবাজার
কক্সবাজার বিমানবন্দরে ঢাকার উদ্দেশ্য যাওয়ার সময়, মোঃ শফিক নামের এক যাত্রীকে ইয়াবা সহ আটক করেছে এপিবিএন।
রোববার সকালে ঢাকা গমনের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর কনকোর্স হলে প্রবেশকালে তার সঙ্গে থাকা খয়েরি রংয়ের একটি ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে উক্ত ব্যাগে সু-কৌশলে রাখা ৩,১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যাহার ওজন-৩১৫(তিনশত পনের) গ্রাম এবং আনুমানিক মূল্য (৩১৯৫×৩০০)= ৯,৫৮,৫০০ টাকা।
স্থানীয় সুত্রে জানতে পারলাম, আসামী মো: শফিক টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: রফিকের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তার পরিবারের একাধিক সদস্য ইয়াবা পাচার চক্রের সাথে সম্পৃক্ত রয়েছে আরো জানান, তার বিরুদ্ধে একাধিক ইয়াবা মামলা রয়েছে ব'লে জানান এপিবিএন।
এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দর ক্যাম্পে জিডি করা হয়। জিডির নম্বর – ৯১০, তাং- ২০/০৮/২০২৩ ইং। আটককৃত মো: শফিকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলার রুজু প্রক্রিয়াধীন আছে।