Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ই*য়া*বা*সহ রো*হি*ঙ্গা আটক ; অ*প*হৃ*ত ভিকটিম উদ্ধার


 সৈয়দ আলম ,টেকনাফ 

কক্সবজার টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া টেকনাফে ফুটবল খেলা দেখতে এসে অপহরণের শিকার হয়ে ৫লাখ টাকা মুক্তিপণ দাবীকৃত ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

সুত্র জানায়,১৪সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ২৬নং শাল বাগান রোহিঙ্গা ক্যাম্প বাজারে অভিযানে যায়। অভিযানিক দল অভিযানিক দল ২৬নং শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পগামী রাস্তার মাথায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জাদিমোড়া ২৭নং ক্যাম্পের ব্লক-সি, এফসিএন নং-২৫২৭০৯ এর বাসিন্দা মৃত ছিদ্দিকের পুত্র মোঃ সালাম (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল নতুন পল্লান পাড়ায় অভিযান চালিয়ে উপজেলার সাবরাং ইউপি হতে টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে ফুটবল খেলতে এসে অপহরণের শিকার হওয়া সাবরাং নোয়াপাড়ার মোহাম্মদ ইসলামের পুত্র মোহাম্মদ একরাম (১৭) কে উদ্ধার করে। 

উল্লেখ্য গত ১১সেপ্টেম্বর দুপুর ২টারদিকে ভিকটিম মোহাম্মদ একরাম (১৭) টেকনাফ পাইলট স্কুল মাঠে ফুটবল খেলা দেখার জন্য এসে অপহরণের শিকার হয়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে ভিকটিমের বাবা টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং ৬৪৩ তাং ১২/৯/২০২৩। ঐদিন বিকালে অজ্ঞাত অপহরণকারী ভিকটিমের পরিবারের নাম্বারে ফোন করে ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিয়ে র‌্যাবের শরণাপন্ন হলে র‌্যাব-১৫ এর আভিযানিক দল উদ্ধার করতে সক্ষম হয়। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করে উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.