আরাফাত সানি,টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে (২ বিজিবি) ব্যাটালিয়নের জওয়ানদের পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবা ও ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আলি আকবরের মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবা ও টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া'স্থ বরফ কল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও, তাদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়ানের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন