টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩

সাংবাদিক নাছিরের ছেলে এহসানুল হক রাজ জিপিএ-৫ পাওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

 


ডিএনএন ডেক্স

টেকনাফের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংগী খালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার তত্ত্বাবধানে আদর্শ ইসলামী নূরানী কেজির   বার্ষিক পরীক্ষা -২৩ এর ফলাফলে A+, জিপিএ-  ৫ পেয়ে নার্সারি থেকে প্রথম শ্রেণীতে উত্তির্ন হয়েছে সীমান্তের পরিশ্রমি সাংবাদিক নাছির উদ্দীন রাজের এক মাত্র ছেলে এহসানুল হক রাজ । তাই পিতা হিসেবে সাংবাদিক নাছির উদ্দীন রাজ মাদ্রাসার নূরানী বিভাগের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন । 

অদ্য বুধবার (২০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ফলাফল প্রকাশ করেন। এহসানুল হক রাজের পিতা নাছির উদ্দীন রাজ দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তর ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে টেকনাফ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি পর্যটক ব্যবসা প্রতিষ্ঠান " নাফ ট্যুরিজম প্লাস " এর স্বত্বাধিকারী হিসেবে রয়েছে। ভবিষ্যতে তাহার ছেলের উত্তরোত্তর সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ