সৈয়দ আলম,টেকনাফ
আজ ৪ ডিসেম্বর র্যাব-১৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ফতে আলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একরামুল হক, পিতা-মৃত নুর আহমেদ, সাং-সাবরাং ফতে আলীপাড়া, ০১নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।
আটক হওয়া আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। এ প্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়, যার মামলা নং ৫৫/৮২২ তাং ২৮/১১/২০২৩।
গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পূর্বে দায়েরকৃত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন