Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফে ১হাজার ৫৯কেজি আইস ও ২লাখ ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার

 

নোমান অরুপ: টেকনাফ

কক্সবাজার-টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ হাজার ৫৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে টেকনাফের সাবরাং ও শাহ পরীর দ্বীপ বিওপির পৃথক দুটি টহল দল এ অভিযান পরিচালনা করে এসব মাদক দ্রব্য উদ্ধারে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন খবর ছিল মিয়ানমার থেকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন খবরে শুক্রবার রাতে ওই এলাকায় সাবরাং বিওপির একটি টহল দল অবস্থান করেন। পরে বিজিবি টহল দল নাফ নদী পার হয়ে ৪ ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আনুমানিক ১ দশমিক ৭ কিলোমিটার আসতে দেখে  চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায়। পরবর্তীতে চোরাকারবারিরা রাতে পাশের গ্রামে ঢুকে পড়ে। পরে টহল দল সেখানে তল্লাশি করে চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অধিনায়ক বলেন,একই রাতে শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৫৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কাউকে পাওয়া যায়নি। তবে এসব চোরাকারবারিদের শনাক্তের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দারা কাজ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.