নিজস্ব প্রতিনিধি :
২০২৩ সালে বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন টেকনাফের নিজস্ব প্রতিবেদক নোমান অরুপ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) টিটিএনের প্রধান কার্যালয়ে কোবা টুইন টাওয়ারে আয়োজিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও টিটিএনের সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের মিলনমেলা।
এতে ২০২৩ সালে বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় সেরা পাঁচ প্রতিবেদক ও এক চিত্রগ্রাহক-কে দেওয়া হয় পুরস্কার ও প্রাইজমানি। তারা হলেন, চকরিয়ার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম সাইফ, কুতুবদিয়ার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম, মহেশখালীর নিজস্ব প্রতিবেদক কাব্য সৌরভ, উখিয়ার নিজস্ব প্রতিবেদক শামীমুল ইসলাম ফয়সাল, টেকনাফের নিজস্ব প্রতিবেদক নোমান অরুপ ও টিটিএনের জ্যেষ্ঠ চিত্রগ্রাহক লোকমান হাকিম। এসময় তাদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন টিটিএনের প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিক লিপু, বার্তা সম্পাদক সৌরভ দেব। পরে পুরস্কার পাওয়া টিটিএনের প্রতিবেদকরা তাদের নানা অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, এ প্রাপ্তি আগামীর পথচলাকে আরো সুসংহত করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন