টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, মার্চ ০১, ২০২৪

টিটিএনের বর্ষ সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন নোমান অরুপ


নিজস্ব প্রতিনিধি :

২০২৩ সালে বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন টেকনাফের নিজস্ব প্রতিবেদক নোমান অরুপ।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) টিটিএনের প্রধান কার্যালয়ে কোবা টুইন টাওয়ারে আয়োজিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও টিটিএনের সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের মিলনমেলা।


এতে ২০২৩ সালে বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় সেরা পাঁচ প্রতিবেদক ও এক চিত্রগ্রাহক-কে দেওয়া হয় পুরস্কার ও প্রাইজমানি। তারা হলেন, চকরিয়ার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম সাইফ, কুতুবদিয়ার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম, মহেশখালীর নিজস্ব প্রতিবেদক কাব্য সৌরভ, উখিয়ার নিজস্ব প্রতিবেদক শামীমুল ইসলাম ফয়সাল, টেকনাফের নিজস্ব প্রতিবেদক নোমান অরুপ ও টিটিএনের জ্যেষ্ঠ চিত্রগ্রাহক লোকমান হাকিম। এসময় তাদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন টিটিএনের প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিক লিপু, বার্তা সম্পাদক সৌরভ দেব। পরে পুরস্কার পাওয়া টিটিএনের প্রতিবেদকরা তাদের নানা অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, এ প্রাপ্তি আগামীর পথচলাকে আরো সুসংহত করবে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ