মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফে (২ বিজিবি) অভিযান পরিচালনা করে ১ লক্ষ্য ইয়াবা সহ এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
১ মার্চ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ খুরেরমুখে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে কাটাবুনিয়া স্লুইচ গেইট রাস্তার আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে বঙ্গোপসাগর পাড়ে সাম্পান হতে নেমে দু’টি ব্যাগ হাতে নিয়ে কাটাবুনিয়া সড়কের দিকে আসতে দেখে তাদের কে
চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পারে তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালানোর সময় টহলদল চোরাকারবারী মোঃ উসমান (৩৪) কে
আটক করতে সক্ষম হয়। দু’টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন