কক্সবাজার, রামু থানাধীন ফাতেয়ারকুল এলাকায় অভিযান পরিচালনা করে ৮,৭২০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ কর্তৃক দুইজন গ্রেফতার

 

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ১৫/০১/২০২৩ তারিখ অনুঃ ২১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন ফাতেয়ারকুল ইউনিয়নের মেরুল্লা সাকিনন্থ জনৈক মোঃ আব্দুর রহিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম গামী পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ০১নং ধৃত ব্যক্তির নিকট হতে ৬,০০০ পিস ইয়াবা এবং ০২নং ধৃত ব্যক্তির নিকট হতে ২,৭২০ পিস ইয়াবাসহ সর্বমোট ৮,৭২০ (আট হাজার সাতশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয়ের  পরিচয়, ১। মোঃ শফিকুল আলম (৩৪), পিতা- বদি আহামদ, মাতা-মঞ্জুরা বেগম, ২। আবুল কাশেম (২০), পিতা- খায়রুল আমিন, মাতা- দিলদার বেগম, উভয় সাং- নতুন মিয়াজির পাড়া,থান- রামু, জেলা- কক্সবাজার জানা  যায়। এছাড়া আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।   


উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়।

মন্তব্যসমূহ