টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, এপ্রিল ০৫, ২০২৩

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের তাকরিম


দৈনিক নাফ নিউজ ডেক্স :এবারের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। মঙ্গলবার মধ্যরাতে দুবাইয়ের প্রতিযোগিতা কর্তৃপক্ষ তাদের টুইটারে এ ফলাফল প্রকাশ করে।

২৬তম প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।

এবারের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা, কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ষষ্ঠ, সিরিয়ার মুহাম্মাদ হাজ আসাদ ও ইয়েমেনের মুহাম্মাদ আবদো আহমেদ কাসেম সপ্তম হয়েছে।

সালেহ আহমেদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ