দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের তাকরিম


দৈনিক নাফ নিউজ ডেক্স :এবারের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। মঙ্গলবার মধ্যরাতে দুবাইয়ের প্রতিযোগিতা কর্তৃপক্ষ তাদের টুইটারে এ ফলাফল প্রকাশ করে।

২৬তম প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।

এবারের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা, কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ষষ্ঠ, সিরিয়ার মুহাম্মাদ হাজ আসাদ ও ইয়েমেনের মুহাম্মাদ আবদো আহমেদ কাসেম সপ্তম হয়েছে।

সালেহ আহমেদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।

মন্তব্যসমূহ