মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১লাখ ২হাজার ইয়াবাসহ ৭জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোন গোপন সংবাদের ভিত্তিতে ষ্টেশন কমান্ডার লেঃ রাইয়ান আলমের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লাবিব উসামা আহমাদুল্লাহ জানান, সন্দেহ বাজন একটি বোট থামানোর সংকেত দিলে, না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড ধাওয়া করে আটক করে। পরে বোটে তল্লাশী করে জালের ভেতরে লুকানো অবস্থায ১লাখ ২হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা হামিদ হোসেন, হোসেন জোহার , জোবায়ের, লাল মোহাম্মদ, ইয়াসিন এবং বাংলাদেশ বশির আহমেদ, মোঃ আলম কে আটক করে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক আসামি, জব্দকৃত মাদক ও বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন