মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ
টেকনাফের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার নৌকায় মাদকের চালান হাত বদলের সময় ৩০হাজার ইয়াবা বোঝাই নৌকাসহ এক মাদক কারবারীকে বিজিবি।
১৯মার্চ ভোর সোয়া ৬টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানেরা দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে দেড় কিঃ মিঃ দক্ষিণ দিকে গোলার চরের মোহনা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির সীমান্ত সুরক্ষা নৌ-টহলদলকে সর্তক করা হয়। নৌ-টহলদল কিছুক্ষণ পর দেখতে পায়, বঙ্গোপসাগরের মোহনায় মায়ানমারের ১টি নৌকা হতে বাংলাদেশী ১টি মাছ ধরার নৌকায় অবস্থানরত এক ব্যক্তির নিকট একটি পোটলা হস্তান্তর করছে। টহল দলের সন্দেহ হওয়ায় বিজিবি নৌ-টহলদল দ্রæত নৌকাটিকে ধাওয়া করে উভয় পাশ হতে ঘেরাও করে নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে নৌকায় থাকা শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুস শুক্কুরের পুত্র মোঃ আমির হোসেন (৪৭) কে জিজ্ঞাসাবাদ চালায়।
চোরাকারবারীর তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নীচে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৩০ হাজার ইয়াবা উদ্ধারের পর তাকে আটক করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন